জলের তলায় আস্ত মন্দির, দেখুন ভয়াবহ ভিডিও

রবিবার ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর ভারতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিজনিত ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এদিকে হিমাচল প্রদেশের ৩ নম্বর জাতীয় সড়কের একটি অংশও বিয়াস নদীর স্রোতে ভেসে গেছে।

author-image
SWETA MITRA
New Update
temple.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অবিরাম ভারী বৃষ্টির (Heavy Rainfall) জেরে বিশাল খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে হিমাচল প্রদেশের। জলের তলায় চলে গিয়েছে একাধিক বাড়ি। বন্ধ হয়ে গিয়েছে ট্রেন পরিষেবা, এমনকি ফাটল ধরেছে রাস্তাতেও। এদিকে সোশ্যাল মিডিয়ায় এক ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিয়াসনদীরস্রোতেতলিয়েগেছেমান্ডির বিখ্যাতপঞ্চভক্ত্রমন্দির

হিমাচল প্রদেশের সাতটি জেলায় 'রেড' অ্যালার্ট জারি করে আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে জাতীয় রাজধানী এবং এর আশেপাশের এলাকায় ট্র্যাফিক জ্যাম এবং বেশ কয়েকটি জায়গায় মারাত্মকভাবে জল জমে গিয়েছে।