ঘটনা গুজরাটের অঙ্কলেশ্বরের
ঘটনা গুজরাটের অঙ্কলেশ্বরের। সেখানে প্ল্যাটফর্ম ছাড়িয়ে এগিয়ে গিয়েছিল ট্রেন। ফলে যাত্রীদের নামতে অসুবিধা হয়। এই পরিস্থিতিতে এক বৃদ্ধ ব্যক্তি বাধ্য হয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামেন রেলের ট্র্যাকে। আগারামের বাসিন্দা কেভি রমেশের এই ঘটনাটি ঘটে নবজীবন সুপারফাস্ট এক্সপ্রেসে।