/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার ফারিদাবাদে মঙ্গলবার সকালে একটি বহুতলের ১৪ তলা থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ৬৬ বছর বয়সী এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা নাগাদ স্কাইওয়াকে দাঁড়িয়ে গাছের টব জল দেওয়ার সময় আচমকাই ধসে পড়ে কংক্রিটের স্ল্যাব, সেখান থেকেই পড়ে যান ওই ব্যক্তি।
মৃত ব্যাক্তির নাম কুলওয়ন্ত সিংহ। তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে অবসর নিয়েছিলেন এবং ফারিদাবাদের সেক্টর ৮৬-র সাভানা সোসাইটিতে স্ত্রী ও ছেলের সঙ্গে থাকতেন। প্রতিদিন সকালে তিনি স্কাইওয়াকে রাখা ছোট ছোট টবের গাছে জল দিতেন বলে জানিয়েছে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
মঙ্গলবারও, যথারীতি সকালবেলায় তিনি সোসাইটির T-8 টাওয়ার থেকে T-7 টাওয়ারের দিকে যাচ্ছিলেন গাছে জল দিতে, সেই সময়েই স্কাইওয়াকের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন কুলওয়ন্ত সিংহ। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরও এখনও পর্যন্ত পুলিশে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে সোসাইটির কিছু বাসিন্দা দাবি করেছেন, পুরো আবাসনেই স্কাইওয়াকগুলোর অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত শোচনীয়। আগেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আবাসনের বাসিন্দারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অবিলম্বে সমস্ত স্কাইওয়াক পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us