/anm-bengali/media/media_files/2025/08/18/lue-dram-dead-body-2025-08-18-00-38-29.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের আলওয়ার জেলায় এক ভাড়াবাড়ির প্রথম একটি ড্রাম থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা দেহ। ঘটনাটি ঘটেছে তিজারা জেলার আদর্শ কলোনিতে। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল উত্তরপ্রদেশের মীরাটের সেই কুখ্যাত খুনের ঘটনা, যেখানে নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার হয়েছিল এক ব্যক্তির লাশ।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম হংসরাজ। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন। তবে ঘটনার পর থেকে তাঁর স্ত্রী ও তিন সন্তান নিখোঁজ রয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
বাড়ির মালিক এক বৃদ্ধা প্রথমে কাজের জন্য উপরের তলায় উঠেছিলেন। সেখানে অসহ্য দুর্গন্ধে তিনি নেমে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ড্রামটি পরীক্ষা করে। ড্রামের মুখে একটি বড় পাথর দিয়ে চাপা দেওয়া ছিল, যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে।
ছাদ থেকে পাওয়া ছবিতে দেখা যায়, এক পুলিশকর্মী সাধারণ পোশাকে, মুখে রুমাল বেঁধে পাথরটি সরিয়ে ঢাকনা খুলছেন। তারপর তিনি একটি চাদর টেনে বের করে ভিতরে উঁকি দেন, আর তখনই দেখা মেলে হংসরাজের মৃতদেহের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us