/anm-bengali/media/media_files/1Yi9y9srbNJ0AIQWeu17.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েক বছর আগে কলকাতায় হঠাৎ ছড়িয়ে পড়েছিল স্টোনম্যানের আতঙ্ক। রাস্তার ধারে ফুটপাথে শুয়ে থাকা মানুষরাই ছিল সেই স্টোনম্যানের টার্গেট। এভাবে অনেক মানুষের মৃত্যু হলেও কোনওভাবে সন্ধান পাওয়া যায়নি সেই স্টোনম্যানের। গ্রেফতারও হয়নি কেউ। পরে আস্তে আস্তে কালের নিয়মে মানুষের মন থেকে মুছে গেছে সেই না দেখা স্টোনম্যানের আতঙ্ক। তবে এবার সেই আতঙ্কের রেশ যেন ফিরল মহারাষ্ট্রের পালঘরে। এক প্রৌঢ়াকে পাথর দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
পালঘর পুলিশ সূত্রে জানা গেছে, পালঘরের ওয়াদা থানা এলাকার বাসিন্দা ৫৫ বছরের ইন্দুরা ওরফে সঙ্গীতা ধাবুলা ধিন্দা নামে এক প্রৌঢ়াকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করার অভিযোগ উঠেছে ৩৮ বছরের বিকাশ নামে এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানার পরেই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্ত যুবকের নামে ওয়াদা থানায় মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। তবে অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক থাকায় তাকে এখনও গ্রেফতার করা যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us