বিহারের ভুয়ো ভোটার নাম মুছে ফেলার প্রক্রিয়ায় আতঙ্কে মমতা: অভিযোগ লকেট চ্যাটার্জীর

ভোটারদের বিভ্রান্ত করতে NRC নিয়ে বক্তব্য দিচ্ছেন মমতা: বিজেপি নেতা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-09 11.38.20 PM

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জির সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা লকেট চ্যাটার্জী বলেন, “SIR প্রক্রিয়ার পরে বিহারে ভুয়ো ভোটারদের নাম মুছে ফেলা নিয়ে মমতা বানার্জি আতঙ্কিত। সবচেয়ে বেশি ভুয়ো ভোটার এখানে। এবার তাঁর জয়ের কোনো আশা নেই। জনগণকে বিভ্রান্ত করতে NRC নিয়ে কথা বলছেন। ভারতের নাগরিকদের নাম কেউ মুছে ফেলবে না। ভুয়ো কার্ড তৈরি করে মানুষদের ভোটে পাঠানো হচ্ছে।”