/anm-bengali/media/media_files/XspBdwMcqN5gRWrq6pK4.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতাকে বজায় রেখে সব ধর্মকে নিয়ে পথ চলায় বিশ্বাসী বলেই তৃণমূলের তরফে সদা দাবি করা হয়ে থাকে। তবে এবার মাননীয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরমতম দাবি করে বসলেন বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল। তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেবল একটি শ্রেণীর জন্য রাজনীতি করার অভিযোগ এনেছেন।
/anm-bengali/media/post_attachments/90b996e3-538.png)
তিনি বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগায় মুর্শিদাবাদে যা ঘটেছিল তা অত্যন্ত দুঃখজনক, এবং তার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা স্পষ্টভাবে দেখায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল একটি শ্রেণীর রাজনীতি করতে চান। রাজ্যপাল সেখানে গিয়েছিলেন, তিনি পরিস্থিতিও পর্যালোচনা করেছিলেন। হিন্দু সম্প্রদায়ের জন্য প্রচুর নিরাপত্তাহীনতা রয়েছে। প্রশ্ন উঠছে যে বাংলায় বসবাসকারী হিন্দুদের কে রক্ষা করবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার জনগণের কাছে এই প্রতিশ্রুতি দেবেন?" প্রবীণ খান্ডেলওয়ালের এই দাবি ঘিরে চর্চা শুরু হয়েছে।
#WATCH | Delhi | BJP MP Praveen Khandelwal says, "What happened in Murshidabad right under Mamata Banerjee's nose is very regrettable, and Mamata Banerjee's silence after that clearly shows that Mamata Banerjee wants to do politics of only one class. The governor went there, he… pic.twitter.com/54kzqkrCPy
— ANI (@ANI) April 20, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us