/anm-bengali/media/media_files/bdDXTx8aUGRu7SOcnhJA.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কারণ নিয়ে ধীরে ধীরে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইতিপূর্বে গতকাল, বালেশ্বরে দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কবচ সিস্টেমের ওপর প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার রবিবার সকালে এই বিষয়ে মুখ খুলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি মমতা ব্যানার্জির বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন। তিনি বলেছেন, "কবচের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা সঠিক নয়। ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে এই ঘটনা ঘটেছে"।
It has nothing to do with Kavach. The reason is not what Mamata Banerjee said yesterday. This incident happened due to change in electronic interlocking: Railways Minister Ashwini Vaishnaw on #BalasoreTrainAccidentpic.twitter.com/6DpGL4Z0Pt
— ANI (@ANI) June 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us