New Update
/anm-bengali/media/media_files/2025/04/23/W834CowZ6Ws2NnQcCqxf.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার পাহেলগাঁও ইস্যুতে মমতাকে সরাসরি নিশানা তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/2024/12/11/ovJ2zzXZ26JTXE6pzxQg.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীরে যেতেই পারেন তার কোন চিন্তা নেই।। প্রতিবছর রেড রোডে কালমা পড়ে পড়ে তার অভ্যাস হয়ে গেছে।।" তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
সন্ত্রাসবাদের ধর্ম হয় না কিন্তু বেঁচে থাকার জন্য আজকাল কালমা শিখে রাখাটা দরকার।।
— Tarunjyoti Tewari (@tjt4002) April 23, 2025
সরকারকে অনুরোধ করব স্কুলের পাঠক্রমে কালমা যেন শেখানো হয়।। আর যত হিন্দু ছেলে আছে তাদের সবাইকে বলবো ওই একটু কাটিয়ে নিতে।।
সন্ত্রাসের ধর্ম নেই কিন্তু...
মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীরে যেতেই পারেন… pic.twitter.com/Nth9DrWyRD
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us