কালো কাগজ, মোদী সরকার...কী ফাঁস করল কংগ্রেস?

মোদী সরকারের বিরুদ্ধে কালো কাগজ।

author-image
Anusmita Bhattacharya
New Update
black

নিজস্ব সংবাদদাতা: এবার মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কালো কাগজ প্রকাশ করল। তাতে লেখা "দশ সাল অন্যায় কাল"। এই নিয়ে কংগ্রেস সভাপতি দাবি করেন, "আমরা মূলত বেকারত্বের বিরুদ্ধে সুর চড়াচ্ছি, যেটা নিয়ে বিজেপি কখনো কথা বলে না। অ-বিজেপি শাসিত রাজ্য যেমন কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানায় বৈষম্য হয়েছে"।

cityaddnew

flamefood1

flavourfood