BREAKING: অপারেশন সিঁদুর নিয়ে জমে আছে বেশকিছু প্রশ্ন ! সংসদের বিশেষ অধিবেশন চান খাড়গে

কি বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ?

author-image
Debjit Biswas
New Update
kharge

নিজস্ব সংবাদদাতা : এবার অপারেশন সিঁদুর প্রসঙ্গে কিছু প্রশ্নের উত্তর জানার জন্য সংসদের বিশেষ অধিবেশন চাইলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন,''অপারেশন সিঁদুরকে কে কেন্দ্র করে কিছু এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যার উত্তর সারা দেশের জানা উচিত। এই বিষয়ে বিস্তারিত আলোচনা জরুরি।” এরপর তিনি বলেন,''এই অপারেশনের স্বচ্ছতা, উদ্দেশ্য ও প্রভাব নিয়ে সরকারকে জবাবদিহি করতেই হবে।''

Rahul Khargeh1.jpg