যা করার হাই কমান্ড করবে, অহেতুক চিন্তা করবেন না ! কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েনের মাঝেই মুখ খুললেন মল্লিকার্জুন খার্গে

কেন মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন ?

author-image
Debjit Biswas
New Update
Rahul Khargeh1.jpg

নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকে মুখ্যমন্ত্রী (CM) পদে সম্ভাব্য পরিবর্তন এবং ক্ষমতা হস্তান্তরের বিষয়ে তীব্র জল্পনার মধ্যেই এবার এই বিষয়ে  কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে কোনওরকম মন্তব্য করা থেকে বিরত থাকলেন। জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার রয়েছে দলের হাইকমান্ডের হাতে।

fdgfhmhn

তিনি বলেন,''আপনারা (মিডিয়া) তিন দিন ধরে একটানা এখানে দাঁড়িয়ে আছেন। কোনও সঠিক ইস্যু ছাড়া আমার কিছু বলাটা ঠিক হবে না। এখানে যে ঘটনাগুলি ঘটছে, সে বিষয়ে আমার কিছুই বলার নেই।"