রেল পরিবহন ব্যবস্থায় বড় সংস্কার: সিমেন্ট পরিবহনে একরেট চালু, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

৯০ পয়সা প্রতি GTKM—একরকম ভাড়া নির্ধারণে বাড়বে স্বচ্ছতা; বাড়িঘর বানাতে ইচ্ছুক মধ্যবিত্তর উপকার।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: রেল পরিবহনে বহুদিনের প্রচলিত স্ল্যাবভিত্তিক ভাড়া ব্যবস্থা বাতিল করে একক ভাড়া নির্ধারণের ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, “প্রাচীনকাল থেকেই পরিবহন চার্জ স্ল্যাবভিত্তিক ছিল। এখন একরেটভিত্তিক চার্জ স্থির করা হয়েছে—পরিবহনের জন্য প্রতি GTKM (Gross Tonne Kilometre) ৯০ পয়সা।”

মন্ত্রী বলেন, এই পদক্ষেপ সিমেন্ট পরিবহনে বড় স্বচ্ছতা আনবে। কোন অঞ্চলে সিমেন্ট কারখানা স্থাপন করা হবে, কোথায় আনলোডিং টার্মিনাল স্থাপন করা হবে—এসব সিদ্ধান্ত আরও সুনির্দিষ্টভাবে নেওয়া যাবে। ফলে শিল্পক্ষেত্রে দূরত্বভেদে চার্জ নিয়ে যে জটিলতা ছিল, তা দূর হবে।

অশ্বিনী বৈষ্ণব আরও উল্লেখ করেন যে এই সংস্কার সরাসরি উপকার দেবে মধ্যবিত্ত পরিবারগুলোকে—বিশেষত যারা নিজেদের বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন। সিমেন্ট পরিবহনের ভাড়া স্বচ্ছ ও স্থিতিশীল হওয়ায় নির্মাণ খরচে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।