২০.৬১ কোটি টাকার মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হল মিজোরামে ! বড় সাফল্য পেল আসাম রাইফেলস

ফের এক বড় সাফল্য পেল আসাম রাইফেলস।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে এক বড় সাফল্য পেল আসাম রাইফেলস। একটি বিশেষ অভিযানের মাধ্যমে গতকাল মিজোরামের খাওয়াজাওল এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গতকাল ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে পরিচালিত এই অভিযানে প্রায় ৬.৮৭ কিলোগ্রাম (kgs) মেথামফেটামিন (Methamphetamine) ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে।

drugs ert.jpg

জব্দ হওয়া এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০.৬১ কোটি টাকা। উদ্ধার হওয়া এই নিষিদ্ধ সামগ্রীগুলি পরবর্তী তদন্তের জন্য খাওয়াজাওল-এর পুলিশ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অভিযানটি প্রমাণ করে যে, আসাম রাইফেলস মিজোরাম সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে এবং অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে কঠোর নজরদারি চালাচ্ছে।