New Update
/anm-bengali/media/media_files/XGJM7oXoq67sTOBdJSbD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এখন দেশীয় রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। ঘুষকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের এই হেভিওয়েট সাংসদের। এদিকে তাঁর ডাক পড়েছে এথিক্স কমিটিতে। অন্যদিকে তাঁকে খোঁচা দিতে একদমই পিছ পা হচ্ছেন না বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। যদিও হারতে নারাজ তৃণমূলের সাংসদ। তিনি আজ রবিবার এক টুইট বার্তায় লেখেন, ‘ওরা আমার মুখ বন্ধ করতে চায়, কিন্তু আমার মুখ বন্ধ হবে না।‘ রাজনৈতিক বিশেষজ্ঞদের বুঝতে আর বাকি নেই যে মহুয়ার নিশানায় রয়েছে বিজেপি।
They want me to shut up and I am not shutting up.
— Mahua Moitra (@MahuaMoitra) October 29, 2023
Today’s Telegraphhttps://t.co/GpfbssKTtA
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us