/anm-bengali/media/media_files/2025/07/28/serial-killer-arrested-2025-07-28-18-34-37.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের জল্পগাঁও জেলার পারোলা তালুকার সুমথানে শিবারে ভয়ঙ্কর এক খুনের রহস্য ফাঁস হয়েছে, যেখানে এক ব্যক্তি প্রেমের অভিনয় করে একের পর এক মহিলাকে খুন করছিল। অভিযুক্তের নাম অনিল গোবিন্দ সন্দংশিভ। পুলিশ জানিয়েছে, সে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, প্রেম ও ভরসার জাল বিছিয়ে তাদের জঙ্গলে নিয়ে গিয়ে মাথায় পাথর মেরে খুন করে গহনা ও টাকা লুঠ করত।
এই মর্মান্তিক ঘটনার পরপর দু'টি মৃতদেহ পাওয়া যায় একই জায়গায়—সুমথানে গ্রামের এক নির্জন জঙ্গলে। মৃতাদের নাম শোভাবাই রঘুনাথ কোলি ও বৈজয়ন্তাবাই ভোই। পুলিশের দাবি, দু'জনকেই একই কৌশলে প্রেমের ফাঁদে ফেলে একাকী জঙ্গলে নিয়ে গিয়ে খুন করা হয়।
পুরো ঘটনা সামনে আসে তখন, যখন আরেকজন মহিলা সন্দংশিভের খপ্পর থেকে কোনোমতে পালিয়ে পুলিশের দ্বারস্থ হন। তার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং ধীরে ধীরে জঙ্গলে লুকিয়ে থাকা নারকীয় খুনের রহস্য ফাঁস হয়ে পড়ে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)
পুলিশ জানিয়েছে, সন্দংশিভ ধারাবাহিকভাবে একই পদ্ধতিতে মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করত। শুরু হতো মিষ্টি কথা, তারপর ঘনিষ্ঠতা, শেষে জঙ্গলে নিয়ে গিয়ে পাথর ছুড়ে হত্যা। তারপর লুট করে গহনা, নগদ টাকা এবং দেহ ফেলে রেখে পালিয়ে যেত।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সন্দংশিভকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত চলছে, আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনা আবারও প্রমাণ করে দিল, অন্ধ বিশ্বাস এবং অজানা সম্পর্কে জড়িয়ে পড়ার বিপদ কতটা ভয়াবহ হতে পারে। সতর্ক থাকাই একমাত্র পথ, বিশেষ করে যখন 'প্রেম' মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারে মৃত্যু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us