মহারাষ্ট্র: চলন্ত ট্রেনে আচমকাই এলোপাথাড়ি গুলি আরপিএফ-এর, মৃত্যু মিছিল, ক্ষতিপূরণ

চলন্ত ট্রেনে আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আরপিএফ। এই ঘটনায় নয়া আপডেট পাওয়া গিয়েছে। 

author-image
Aniket
New Update
fr

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের পালঘরের কাছে মুম্বইগামী জয়পুর এক্সপ্রেসে চলন্ত ট্রেনের মধ্যেই এএসআই এর সঙ্গে বচসার জেরে এক আরপিএফ কনস্টেবল এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। যার ফলে ৪ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে এএসআই ছাড়াও রয়েছে ৩ জন যাত্রী। এই ঘটনায় এবার মন্তব্য করেছেন, মুম্বাইয়ের ডিআরএম নীরজ ভার্মা। তিনি জানিয়েছেন, নিহতদের পরিবার পিছু ক্ষতিপূরণ দেওয়া হবে।

k

তিনি বলেছেন, "সকাল ৬ টার দিকে আমরা জানতে পারি যে একজন আরপিএফ কনস্টেবল, যিনি এসকর্ট ডিউটিতে ছিলেন, তিনি গুলি চালিয়েছেন। চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের রেলওয়ে অফিসার ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ক্ষতিপূরণ দেওয়া হবে"।