মহাকুম্ভ পদদলিত ঘটনা: আধ্যাত্মিক নেতা স্বামী কৈলাশানন্দ গিরি এবার তুললেন যোগী আদিত্যনাথের নাম- বড় খবর

আধ্যাত্মিক নেতা স্বামী কৈলাশানন্দ গিরি কি বললেন?

author-image
Aniket
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাবুক দিককে সামনে আনলেন স্বামী কৈলাশানন্দ গিরি।

yogi tkl1.jpg

তিনি বলেছেন, "গতকাল আমরা দেখেছি যে যোগী আদিত্যনাথ খুব আবেগপ্রবণ ছিলেন। তার সাথেও অনেকদিন পর ফোনে কথা হলো। আমি মনে করি শুধুমাত্র একজন সনাতনীরই এমন অনুভূতি থাকতে পারে। আর যোগী জি একজন সাধু। বিষয়টির বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।”