মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন তেজস্বী যাদব, উপ মুখ্যমন্ত্রী মুকেশ সাহানি ! বড় ঘোষণা করে দিল মহাগঠবন্ধন জোট

কে হবেন বিরোধীদের মুখ্যমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
tejashwi_vs nitish.jpg

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার বিরোধী জোট 'মহাগঠবন্ধন'-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হল। এক্ষেত্রে রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা তেজস্বী যাদব-কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং বিকাশশীল ইনসান পার্টির (VIP) প্রধান মুকেশ সাহানি-কে উপ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ পাটনায় মহাগঠবন্ধনের পক্ষ থেকে আয়োজিত এক যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়।

h