New Update
/anm-bengali/media/media_files/2025/01/14/tRszS1rTkW2UkIhIWVO6.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। মেলা শেষ হতে আর হাতে গোনা ৯ দিন বাকি। তাই এখন শেষ মুহুর্তের জন্য চলছে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান। সেই পবিত্র স্নান সারতে এখনও মহাকুম্ভে ভক্তদের আগমন অব্যাহত।
বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ, মহাকুম্ভ ২০২৫-এ এখন পর্যন্ত ৫২ কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান সেরে ফেলেছেন। মনে করা হচ্ছে, আগামী ৯ দিনের মধ্যে এই সংখ্যাটা ৬০ কোটি ছাড়িয়ে যাবে।
#WATCH | Prayagraj, UP | Devotees continue to arrive at #MahaKumbh2025 to take a holy dip at Triveni Sangam
— ANI (@ANI) February 17, 2025
Over 52 crore devotees have taken a holy dip so far at the world's largest human gathering, #MahaKumbh2025. pic.twitter.com/R4i1wfayE4