বিদিশায় উদ্বোধন হল মধ্যপ্রদেশ ক্রীড়া উৎসব

কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, “আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে শুরু হয়েছে এমপি স্পোর্টস ফেস্টিভ্যাল; মুখ্যমন্ত্রী ছিলেন উপস্থিত, আর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী যুক্ত হয়েছেন ভার্চুয়ালি।”

author-image
Aniket
New Update
shivraj singh chouhan1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ বিদিশায় উচ্ছ্বাস ও উদ্দীপনার পরিবেশে উদ্বোধন হল মধ্যপ্রদেশ ক্রীড়া উৎসব (MP Sports Festival)-এর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন বিশিষ্ট অতিথি।

কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “আজ আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে মধ্যপ্রদেশ ক্রীড়া উৎসবের সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। পাশাপাশি, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন।”

shivraj singh chouhanf1.jpg

তিনি আরও বলেন, “এই উৎসব শুধু প্রতিযোগিতার মঞ্চ নয়, এটি যুব সমাজের শক্তি, একতা ও খেলাধুলার প্রতি আগ্রহের প্রতীক। মধ্যপ্রদেশ সরকার খেলাধুলার পরিকাঠামো ও প্রতিভা বিকাশে যে পদক্ষেপ নিয়েছে, তা ভবিষ্যতে দেশকে আরও অনেক আন্তর্জাতিক মানের খেলোয়াড় উপহার দেবে।”

উৎসব উপলক্ষে বিদিশা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এবং স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গিয়েছে।