কংগ্রেস নিজেও ডোবে, সঙ্গীদেরও ডোবায়”— কড়া মন্তব্য মুখ্যমন্ত্রীর

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বিহার নির্বাচনের মাঝেই কংগ্রেস নেতৃত্বকে তীব্র কটাক্ষ করে বলেন, ভোট চলাকালে ‘পাপ্পু’ নাকি পচমড়িতে ছুটি কাটাচ্ছিলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
madhya pradesh cm 22

নিজস্ব সংবাদদাতা:  কংগ্রেসকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। রবিবার তিনি তীব্র কটাক্ষ ছুড়ে বলেন, বিহারে যখন ভোটের উত্তাপ চরমে, তখন ‘পাপ্পু’ নাকি পচমড়িতে ছুটি কাটাচ্ছিলেন। তাঁর কথায়, নির্বাচন শুরুর আগেই নাকি কংগ্রেস নেতৃত্ব মানসিকভাবে পরাজয় স্বীকার করে বসেছিল। সেই আক্রমণের পরই তিনি যোগ করলেন, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কংগ্রেসের সঙ্গে হাত মেলাতেই নাকি “আখিলেশ যাদবের রাজনীতি ভেসে গেল।” এবার একই পরিণতি ঘটেছে তেজস্বী যাদবের ক্ষেত্রেও বলে দাবি মুখ্যমন্ত্রীর।

mp cm

মোহন যাদবের অভিযোগ, কংগ্রেস শুধু নিজেরই ক্ষতি করে না, হাতে হাত ধরে যারা চলে তারাও শেষমেশ ডুবে যায়। তাই বিহারের ফলাফল আসার আগেই কংগ্রেস জোটকে কড়া বার্তা দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, দেশের রাজনীতিতে কংগ্রেস আজ এমন এক শক্তি হয়ে দাঁড়িয়েছে যারা নিজেদের মতো করে সহযোগীদেরও দুর্দশার দিকে ঠেলে দেয়।

বিহারের নির্বাচনী আবহে তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিজেপি বারবার দাবি করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই বিহারে এনডিএ অপ্রতিদ্বন্দ্বী জায়গা দখল করেছে। সেই আবহেই কংগ্রেসকে নিশানা করে মুখ্যমন্ত্রীর আরও দাবি, বিরোধীরা যতই চেষ্টা করুক, জনসমর্থন আজ আর তাঁদের দিকে ফিরছে না।