বিকশিত ভারত, মোদী কা পরিবার, বড় বার্তা প্রধানমন্ত্রীর

সামনেই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। সেই নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক দল গুলির প্রস্তুতি চলছে জোরকদমে। আজ ইটানগরে জনগণের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
Probha Rani Das
New Update
nar modi yuop.jpg

নিজস্ব সংবাদদাতাঃঅরুণাচল প্রদেশের ইটানগরে “বিকশিত ভারত, বিকশিত উত্তর-পূর্ব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “একদিকে মোদী 'বিকশিত ভারত' নির্মাণের জন্য ইট তৈরি করছেন এবং যুবকদের উন্নত ভবিষ্যতের জন্য দিনরাত কাজ করছেন। অন্যদিকে মোদীর বিরুদ্ধে আক্রমণ বাড়িয়েছেন ইন্ডি-অ্যালায়েন্সের 'পরিবর্তনবাদ' নেতারা। তাঁরা বলছেন, 'মোদী কা পরিবার কৌন হ্যায়'? যাঁরা আমাকে গালি দিচ্ছেন, মন দিয়ে শুনুন, অরুণাচল প্রদেশের পাহাড়ে বসবাসকারী প্রতিটি পরিবার বলছে, ইয়ে মোদী কা পরিবার হ্যায়।” 

modi klp.jpg

Add 1

cityaddnew

স

Addd 3