যোগীর নেতৃত্বে বৈঠক! বিরোধীদের এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি! কটাক্ষ নেতার

কংগ্রেসকে নিশানা করে বড় মন্তব্য করলেন এসবিএসপি প্রধান ওপি রাজভর। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
modi_yogi-sixteen_nine

নিজস্ব সংবাদদাতাঃ এসবিএসপি প্রধান ওপি রাজভর বলেন, “মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিরোধীরা ভোটারদের এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আর এখন জনগণ প্রতিশ্রুত অর্থের জন্য সারা দেশে পার্টি অফিসের বাইরে লাইন দিচ্ছে, কিন্তু তারা কিছুই পাচ্ছে না।”

Veerappa Moilyw2.jpg

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংবিধান সুরক্ষিত। বিরোধীরা তাদের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে। তাদের কাজ হচ্ছে সরকার ভুল করলে তা সংশোধন করা, কিন্তু তারা সরকার যা কিছু করে তার সবকিছুর বিরোধিতা করে রাজ্যে চার মেয়াদে সপা কী দিয়েছে? তারা 'পিচ্ছদা, দলিত, আদিবাসী' এবং মুসলমানদের কোনও অধিকার দেয়নি।” 

Add 1