লখনৌগামী বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, বহু আহত

ভয়াবহ দুর্ঘটনা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-07 8.40.16 AM

নিজস্ব প্রতিনিধি: উত্তর প্রদেশের রায়বরেলিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। লখনৌ থেকে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী বাস অতিরিক্ত দ্রুতগতিতে চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে ছড়িয়ে পড়েন, এবং বহু যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে দ্রুত জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। দীর্ঘপথের যাত্রায় অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়, এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।