BREAKING: তামিলনাড়ুতে সরকার গড়বে বিজেপি-এআইএডিএমকে (AIADMK) জোট ! বড় দাবি করলেন পালানিসামি

গেরুয়াময় হবে তামিলনাড়ু ?

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : এবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এক বড় দাবি করলেন তামিলনাড়ুর বিরোধী দলনেতা ও এআইএডিএমকে (AIADMK)-এর সাধারণ সম্পাদক এডাপ্পাডি কে পালানিস্বামী। তিনি বলেন,''স্টালিন ভেবেছিলেন, এডাপ্পাডি পালানিস্বামী কারও সঙ্গে জোট গড়তে পারবে না। কিন্তু আমরা বিজেপির সঙ্গে জোট করার পর ও এখন ভয় পেয়ে গেছে। আমাদের জোট হয়েছে ভারতীয় জনতা পার্টির (BJP) সঙ্গে। আরও অনেক দল আমাদের সঙ্গে আসবে।" এরপর তিনি বলেন,''এই জোটই সরকার গড়বে তামিলনাড়ুতে।''

 Edappadi Palaniswami