সংসদে NEET ইস্যু উত্থাপন, দেশবাসীর কাছে বার্তা প্রচার! কি বললেন রাহুল গান্ধী?

আজ লোকসভায় NEET অনিয়মের ইস্যু প্রসঙ্গ উত্থাপন করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

author-image
Probha Rani Das
New Update
rahul gjk.jpg

নিজস্ব সংবাদদাতাঃআজ লোকসভাNEET অনিয়মের ইস্যু প্রসঙ্গ উত্থাপন করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

rahul gjk1.jpg

তিনি বলেছেন, “সংসদ থেকে দেশবাসীর কাছে একটি বার্তা প্রচার করা হয়। আমরা শিক্ষার্থীদের একটি বার্তা দিতে চাই যে NEET বিষয়টি সংসদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা এই বার্তা দিতে চাই যে, সংসদে এ বিষয়ে আলোচনা হোক।” 

Adddd