'প্রধানমন্ত্রী সংসদে আসুন' স্লোগানে সরগরম সংসদ, সব বন্ধ হয়ে গেল

মণিপুর সহিংসতা নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে বিরোধী দলগুলির বিক্ষোভ অব্যাহত থাকায় মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয় লোকসভার অধিবেশন।

author-image
SWETA MITRA
New Update
modi sloga.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের লোকসভার (Loksabha) কার্যক্রম স্থগিত হয়ে গেল। মণিপুর সহিংসতা (Manipur Violence) ইস্যুতে মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো লোকসভায় হট্টগোল করল বিরোধী দলগুলি। বিরোধী সদস্যদের স্লোগানের কারণে অধিবেশন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।

লোকসভার স্পিকার ওম বিড়লা সকালে প্রশ্নোত্তর শুরু করতে বলার সাথে সাথেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ কয়েকটি বিরোধী দলের সদস্যরা মণিপুরের বিষয়টি উত্থাপন করতে শুরু করেন এবং স্লোগান দিতে শুরু করেন। তারা 'জবাব দাও, জবাব দাও' এবং 'প্রধানমন্ত্রী সংসদে আসুন' স্লোগান দেয়।

লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধী সদস্যদের স্লোগান দেওয়া বন্ধ করার এবং সংসদকে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানান।