লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগ, গ্রেফতারের পরেই পুলিশের হেফাজতে মৃত্যু অভিযুক্তের

গুজরাতের সৌরাষ্ট্রে লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। গ্রেফতারের পর পুলিশ হেফাজতেই হৃদ্‌রোগে মৃত্যু অভিযুক্তের।

author-image
Tamalika Chakraborty
New Update
arrested 123

নিজস্ব সংবাদদাতা: গুজরাতের সৌরাষ্ট্র এলাকায় লিভ-ইন সম্পর্কে থাকা ২০ বছরের এক তরুণীকে খুন করার অভিযোগ উঠল তাঁর সঙ্গীর বিরুদ্ধে। অভিযুক্ত যুবক মধ্যপ্রদেশের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। মৃত তরুণীর নাম পুষ্পাদেবী মারাভি। তিনি নরেন্দ্র সিং ধ্রুভেল নামে ওই যুবকের সঙ্গে গত তিন মাস ধরে একটি সিরামিক কারখানার শ্রমিক আবাসনে থাকতেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দু’জনের মধ্যে তীব্র ঝগড়া হয়। সেই সময় নরেন্দ্র কাঠের লাঠি ও বেল্ট দিয়ে পুষ্পাদেবীকে মারধর করে বলে অভিযোগ। এমনকি তাঁর মুখে কামড় দেওয়ার ঘটনাও সামনে এসেছে। গুরুতর আহত অবস্থায় পরে মৃত্যু হয় তরুণীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। রিপোর্টে জানা যায়, অতিরিক্ত আঘাত ও শারীরিক আঘাতজনিত জটিলতার ফলেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাস্থল থেকেই নরেন্দ্রকে গ্রেফতার করা হয় এবং তিনি নাকি জেরার সময় অপরাধের কথা স্বীকারও করেন। কিন্তু রবিবার ভোররাতে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

dead