New Update
/anm-bengali/media/media_files/xy45L0M0gVL9LtgfNE2l.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিধ্বস্ত অবস্থা হয়ে গিয়েছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh)। ভয়াবহ বৃষ্টি, ভূমিধ্বসের কারণে বহু ঘরবারি ধসে গিয়েছে। এর পাশাপাশি মৃত্যু হয়েছে বহু মানুষের। এরই মাঝে আবারও একবার হিমাচল প্রদেশকে নিয়ে সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া অধিদফতর বা আইএমডি (IMD)। বলা হচ্ছে, আগামী তিন ঘণ্টার মধ্যে কাংড়া, উনা, বিলাসপুর ও হামিরপুরের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গী হতে পারে বজ্রবিদ্যুৎ। ফলে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Himachal Pradesh | Light to moderate rain and thundershowers are very likely at one or two places over Kangra, Una, Bilaspur and Hamirpur during the next 3 hours: IMD, Shimla pic.twitter.com/Evmca46ymN
— ANI (@ANI) August 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us