/anm-bengali/media/media_files/TJyAt1pOjDEH98B6Ijos.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy)-এর দাপটে গুজরাট রাজ্যে শুরু হল বৃষ্টি। জানা গিয়েছে, আজ মঙ্গলবার অতি প্রবল ঘূর্ণিঝড়টি গুজরাট উপকূলের দিকে অগ্রসর হওয়ায় কচ্ছ জেলার নালিয়া শহরে হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়' মঙ্গলবার অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় পাঁচ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং গুজরাটের পোরবন্দর থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি বৃহস্পতিবার গুজরাটের সৌরাষ্ট্র এবং কচ্ছ অঞ্চলের পাশাপাশি সংলগ্ন পাকিস্তান উপকূল অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।
#WATCH | Light rain in Naliya town of Kachchh district as Very Severe Cyclonic Storm 'Biparjoy' continues to move towards Gujarat coast pic.twitter.com/eCMKAr0GmV
— ANI (@ANI) June 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us