/anm-bengali/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-1006-pm-2025-07-09-22-32-22.png)
নিজস্ব সংবাদদাতা: আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্ককে ‘সহযোগিতার মডেল’ হিসেবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নামিবিয়ার সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “আমরা প্রতিযোগিতা চাই না, চাই সহযোগিতা। আমাদের লক্ষ্য একসঙ্গে গড়ে তোলা—নেওয়ার জন্য নয়, বরং একসঙ্গে বেড়ে ওঠার জন্য।” প্রধানমন্ত্রী জানান, আফ্রিকার সঙ্গে ভারতের উন্নয়নমূলক অংশীদারিত্বের আর্থিক মূল্য ইতিমধ্যেই ১২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, “এই অংশীদারিত্বের আসল মূল্য নিহিত রয়েছে অভিন্ন বিকাশ ও অভিন্ন উদ্দেশ্যে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-1048-pm-2025-07-09-22-15-13.png)
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আফ্রিকা শুধুমাত্র কাঁচামালের উৎস হয়ে থাকবে না। বরং আফ্রিকাকে নেতৃত্ব দিতে হবে মূল্য সংযোজন এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে। সেই জন্যই আমরা আফ্রিকার শিল্পায়নের রূপরেখা ‘আজেন্ডা ২০৬৩’-কে সম্পূর্ণভাবে সমর্থন করি।” প্রধানমন্ত্রীর এই বক্তব্য দুই মহাদেশের মধ্যে এক নবতর অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করে—যেখানে সমতা, সম্মান ও যৌথ অগ্রগতিই হবে সম্পর্কের মূল স্তম্ভ।
#WATCH | Windhoek: Addressing the Parliament of Namibia, PM Narendra Modi says, "We seek not to compete, but to cooperate. Our goal is to build together. Not to take, but to grow together. Our development partnership in Africa is worth over 12 billion dollars, but its real value… pic.twitter.com/gL8PoVLpoC
— ANI (@ANI) July 9, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us