জনবহুল রাস্তায় মনের সুখে ঘুরে বেড়াচ্ছে লেপার্ড,ভয়ঙ্কর ছবি দেখা গেল জয়পুরে ! আপনিও দেখুন সেই ভিডিও

আপনিও দেখুন ভয়ঙ্কর সেই ভিডিও।

author-image
Debjit Biswas
New Update
leopardd.jpg

নিজস্ব সংবাদদাতা : রাজস্থানের জয়পুরের জনবহুল এলাকাগুলিতে গত দু'দিন ধরে মনের সুখে ঘোরাফেরা করে বেরাচ্ছিল একটি লেপার্ড।  গতকাল অবশেষে ওই লেপার্ডটিকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে জয়পুরের চাঁদপোল এলাকার কাছে একটি দোকান থেকে বন দফতরের কর্মীরা চিতাটিকে ট্র্যাঙ্কুলাইজ (Tranquilized) করে উদ্ধার করেন।

বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, চিতাবাঘটি শেষ পর্যন্ত চাঁদপোল এলাকার কাছে একটি দোকানে আশ্রয় নেয়। এরপর পুলিশ এবং বন বিভাগের কর্মীদের নিয়ে একটি বড় দল সেখানে পৌঁছায়। নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রথমে এলাকাটি ঘিরে ফেলা হয়।

leopard aa

গভীর রাতে প্রাণীটিকে নিরাপদে ধরার জন্য বিশেষ জাল ব্যবহার করা হয় এবং এরপর সেটিকে ট্র্যাঙ্কুলাইজ বা চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়।

কর্মকর্তারা আরও জানান, গত দু'দিন ধরে চিতাবাঘটি জয়পুরের বিভিন্ন বসতি অঞ্চলে ঘোরাফেরা করছিল, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। চিতাবাঘটিকে উদ্ধারের পর বন দফতরের হেফাজতে নেওয়া হয়েছে এবং সেটিকে বন্য পরিবেশে ছেড়ে দেওয়ার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।