নিজস্ব সংবাদদাতা: পুরোনো সংসদ ভবন ত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডা।
/anm-bengali/media/post_attachments/xX4FR0zdEuIhihF84SSF.jpg)
তিনি বলেছেন, "এটি দেশের জন্য এবং আমাদের সকলের জন্য একটি খুব আবেগপূর্ণ মুহূর্ত। স্বাধীন ভারতের প্রথম সরকারে ডঃ বি আর আম্বেদকর, ডাঃ রাজেন্দ্র প্রসাদ, পন্ডিত জওহরলাল নেহরুর মত মহান ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত ছিল। যিনি এই ভবনের ভিতরে গিয়ে দেশকে সংবিধান দিয়েছেন"।