পুরোনো সংসদ ভবন ত্যাগ, আবেগপ্রবণ কংগ্রেস নেতা

পুরোনো সংসদ ভবন ত্যাগ নিয়ে মন্তব্য করেছেন দীপেন্দ্র সিং হুডা।

author-image
Aniket
18 Sep 2023
11111

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: পুরোনো সংসদ ভবন ত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডা।

haryana: Unemployment in Haryana increased three-fold under BJP rule: Deepender  Hooda - The Economic Times

তিনি বলেছেন, "এটি দেশের জন্য এবং আমাদের সকলের জন্য একটি খুব আবেগপূর্ণ মুহূর্ত। স্বাধীন ভারতের প্রথম সরকারে ডঃ বি আর আম্বেদকর, ডাঃ রাজেন্দ্র প্রসাদ, পন্ডিত জওহরলাল নেহরুর মত মহান ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত ছিল। যিনি এই ভবনের ভিতরে গিয়ে দেশকে সংবিধান দিয়েছেন"।