/anm-bengali/media/media_files/2024/10/22/zPPvJe95cue8fsiuGvfW.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভোজপুরী সিনেমার সুপারস্টার পবন সিং-কে ঘিরে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। জানা গেছে, জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এর গ্র্যান্ড ফাইনালের ঠিক আগে তাঁকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকি-কল পাওয়ার পর তাঁর ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি।
সূত্র অনুযায়ী, হুমকি প্রদানকারী ফোন কলে পবন সিংকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তিনি যেন কোনো অবস্থাতেই বিগ বস-এর ফাইনালে অভিনেতা সলমান খান-এর সঙ্গে মঞ্চ ভাগ না করেন। একই সঙ্গে, ওই গ্যাংয়ের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকাও দাবি করা হয়েছে। নির্দেশ অমান্য করলে তার মারাত্মক পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র: লরেন্স বিষ্ণোই গ্যাং গত কয়েক বছর ধরে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করে বলিউড অভিনেতা সলমান খানকে ক্রমাগত হুমকি দিয়ে আসছে। এই ঘটনার পর পবন সিংকেও হুমকি দেওয়া এই গ্যাংয়ের কার্যকলাপের নতুন মাত্রা যোগ করল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/dQGhjAGEt4m0UCm7Ocp6.jpg)
পবন সিং-এর দল তাৎক্ষণিকভাবে এই হুমকির বিষয়টি স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলিকে জানায়। দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ সেই নম্বরটির তদন্ত শুরু করেছে যেখান থেকে হুমকি দেওয়া হয়েছিল। একইসঙ্গে, বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পবন সিং-এর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
এই ঘটনাটি আবারও মুম্বাইয়ের বিনোদন জগতে নিরাপত্তা এবং গ্যাংস্টার কার্যকলাপের হুমকি নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
#BREAKING: Bhojpuri star Pawan Singh reportedly received a threat call from the Lawrence Bishnoi gang ahead of the Bigg Boss finale, warning him not to share the stage with Salman Khan and demanding money. The caller claimed serious consequences if he attended the event. Pawan… pic.twitter.com/8x8d1HK3jf
— IANS (@ians_india) December 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us