গতবারের রেকর্ড ভেঙে আপের জয়! ভোটদান পর্ব মিটতেই জানিয়ে দেওয়া হল

ভোটদান পর্ব মিটতেই জানিয়ে দেওয়া হল বড় বার্তা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
d

File Picture



নিজস্ব সংবাদদাতা: এক্সিট পোলের বিষয়ে বার্তা দিতে গিয়ে আপ বিধায়কের তরফে জানিয়ে দেওয়া হল বড় বার্তা। মালভিয়া নগরের প্রার্থী সোমনাথ ভারতী জানিয়েছেন, গতবারের রেকর্ড ভেঙে আপের জয় হতে পারে এবার।

তিনি বলেছেন, "গতবার, কিছু চ্যানেল দেখিয়েছিল যে বিজেপি ৬২ টি আসন পাবে এবং আপ ৮ টি আসন পাবে, কিন্তু ঠিক উল্টো ঘটনা ঘটেছে। কিছু এক্সিট পোল যা এখন আসছে তা দেখায় যে বিজেপি সরকার গঠন করছে। কিন্তু আমি অনুভব করি যে আমাদের অপেক্ষা করতে হবে। গতবারের রেকর্ড ভাঙলে অবাক হওয়ার কিছু থাকবে না।"