গুয়াহাটির বিহু অনুষ্ঠানে চলছে লেসার শো, দেখুন ভিডিও

গুয়াহাটির বিহু অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-সহ বিভিন্ন বিশিষ্ট অতিথিদের সামনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় লেসার শো।

author-image
Aniruddha Chakraborty
New Update
ভগফচক্স

নিজস্ব সংবাদদাতাঃ আসামের (Assam) রাজধানী (Capital) গুয়াহাটির (Guwahati) সারুসাজাই স্টেডিয়ামে (Sarusajai Stadium) শুক্রবার মহাসমারোহে পালিত হচ্ছে রঙ্গোলি বিহুর বিশাল অনুষ্ঠান (Mega Bihu programme)। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam's CM Himanta Biswa Sarma)-সহ বিভিন্ন বিশিষ্ট অতিথিদের সামনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় লেসার শো (Laser show)। দেখুন ভিডিও-