সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডের মাঝে প্রবল ধস, ভক্তদের উদ্ধার করলো SDRF

পাথর নীচে নেমে আসার কারণে রাস্তা বন্ধ হয়ে যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GxMKgHXXMAAGfC1

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেদারনাথ যাওয়ার পথে রাস্তায় প্রবল ধস, আর তাতে আটকা পড়লেন অসংখ্য পর্যটক। তাদেরকে উদ্ধার করার জন্যে ময়দানে নামলো এসডিআরএফ। যা জানা যাচ্ছে, সাব ইন্সপেক্টর আশীষ ডিম্রির নেতৃত্বে এসডিআরএফ দল বিকেল ৫টা পর্যন্ত ১৬১৯ জনকে সরিয়ে নিয়েছে, যার মধ্যে ১২৫৮ জন পুরুষ, ২৬৮ জন মহিলা এবং ৯৩ জন শিশু রয়েছে। সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডের মধ্যবর্তী মুনকাটিয়া এলাকায় শ্রী কেদারনাথ যাত্রা পথে এই রাস্তায় প্রবল বৃষ্টি এবং পাথর নীচে নেমে আসার কারণে রাস্তা বন্ধ হয়ে যায়। তাই তারপর বিকল্প রুটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া ভক্তদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য এসডিআরএফ-এর দল উদ্ধার অভিযানে নামে।

GxMKkKcXEAIISRY