আবার দাদু হলেন লালু, কি হল নাতি না নাতনি? খুশির খবর দিলেন তেজস্বী

খুশির খবর দিলেন তেজস্বী।

author-image
Aniket
New Update
h

নিজস্ব সংবাদদাতা: বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব তার দ্বিতীয় সন্তানের জন্মের ঘোষণা করেছেন।

lalu prasad yadav

"অবশেষে অপেক্ষার অবসান। আমাদের ছোট্ট ছেলের আগমনের ঘোষণা করতে পেরে আমি কৃতজ্ঞ, ধন্য এবং আনন্দিত" তিনি টুইট করেছেন।