/anm-bengali/media/media_files/2025/10/26/lalan-singha-2025-10-26-20-55-39.png)
নিজস্ব সংবাদদাতা: বিহারের রাজনীতিতে ফের চড়া সুর। আরজেডি নেতা তেজস্বী যাদবের মন্তব্য— “২০ বছরে যা হয়নি, ২০ মাসে করব”— ঘিরে বিতর্কে সরগরম রাজ্য। এই বক্তব্যের জবাবে প্রবল আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন (লালন) সিং।
লালন সিং বলেন, “তেজস্বী যাদব বলেন ২০ মাসে বিহার বদলে দেবেন। কিন্তু আমি জানতে চাই, ১৫ বছরে তারা কী করেছেন? তিনি তো ২০১৫ সালে উপমুখ্যমন্ত্রী ছিলেন। এরপর ২০১৭ সালে নীতীশ কুমার কেন সেই জোট ছাড়লেন? কারণ, তাঁর (তেজস্বী) বিরুদ্ধে ‘ল্যান্ড ফর জব’ কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী তখন তাঁকে বলেছিলেন নিজের অবস্থান স্পষ্ট করতে। কিন্তু তিনি কোনো জবাব দিতে পারেননি, কারণ তাঁর দেওয়ার মতো ব্যাখ্যাই ছিল না।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/47SxSKlAV1GaxLLWBnRt.jpg)
তেজস্বীকে সরাসরি আক্রমণ করে লালন সিং আরও বলেন, “যে মানুষ দুর্নীতির পরিবেশে বড় হয়েছে, সে কীভাবে জানবে বিহারের সাধারণ মানুষের কষ্ট কাকে বলে? যে নিজের ভাবমূর্তি পরিষ্কার রাখতে পারেনি, সে আবার রাজ্যের রূপান্তর ঘটাবে কীভাবে?”
বিহারে তেজস্বী যাদবের এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তাপমাত্রা বেড়ে গেছে। বিজেপি শিবির থেকে একের পর এক নেতা তাঁকে দুর্নীতির প্রতীক আখ্যা দিচ্ছেন। অন্যদিকে, আরজেডি দাবি করছে— বিজেপি নেতারা ভয় পাচ্ছেন তেজস্বীর জনপ্রিয়তা দেখে।
তবে রাজনৈতিক মহলের মতে, আগামী নির্বাচনের আগে এই তর্ক-বিতর্কই রাজনীতিতে বাড়াবে উত্তাপ। তেজস্বী যাদবের “২০ মাসে বদলে দেব বিহার” মন্তব্য হয়তো নতুন করে ছুঁয়ে দেবে যুব ভোটারদের মন, আবার সমালোচনার মুখেও ফেলবে তাঁকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us