New Update
/anm-bengali/media/media_files/3pqTnq6JYh4nzLDIdD6v.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের লাহৌল সর্বদায় শীতল স্থান। সেখানকার চারিদিকের তাপমাত্রা সবসময়ই অন্যান্য জায়গার তুলনায় কম থাকে। চারিদিক ঘেরা পর্বতের মাঝে একটি লেক, আর ক্রমাগত বয়ে চলা শীতল হাওয়া; পাহাড় প্রেমী মানুষদের সর্বদা পছন্দের ডেস্টিনেশনের মধ্যে অন্যতম এই লাহৌল। আর এবার সেখানেই ঠান্ডার কামড় এতো বেশি যে হ্রদের জল জমে হল বরফ!
লাহৌল স্পিতির সিসুর হ্রদ, সম্পূর্ণ জমে গিয়েছে। বর্তমানে এখানকার তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস। আর তার জন্যেই আজ সকালে দেখা যায় লেকের জল পুরু বরফে ঢাকা পড়েছে। বেশ কয়েক বছর পর এই রকম ভাবে হ্রদের জল জমে গেল, যা দেখে হতবাক ওখানকার স্থানীয়রাও।
#WATCH | Himachal Pradesh: Lake in Sissu, Lahaul Spiti freezes after temperature dips to -15 degrees Celsius. pic.twitter.com/pVBcCBy5PM
— ANI (@ANI) January 9, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us