তুষারধসের দাপট ফের দেখা গেল হিমাচলে, কুল্লুর রাস্তা ঢাকা পড়ল জোড়া তুষারধসে

কুল্লু একসাথে দু-দু'টি তুষারধসের মুখোমুখি হয় এদিন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Avalanche-Buries-57-in-Uttarakhands-Chamoli-Rescue-Efforts-Underway

File Picture

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি হিমাচল প্রদেশ তুষারধসের মুখোমুখি হয়েছে। যেখানে চাপা পড়েছিলেন প্রায় ৪৬ জন শ্রমিক। স্বাভাবিক ভাবেই সেই ভয় এখনও কাটিয়ে উঠতে পারেনি হিমাচলের মানুষ। আর এর মধ্যে ফের নতুন করে শোনা গেল তুষারধসের কথা। 

avalanche

কুল্লুর ডেপুটি কমিশনার তোরুল এস. রাভিশ এদিন বলেন, “আজ সুড়ঙ্গ পথে দুটি তুষারপাতের খবর পাওয়া গেছে। একটি ধুন্ডির কাছে ছিল এবং অন্যটি তার চেয়ে উঁচু অঞ্চলে ছিল। উভয়ই পরিষ্কার করা হয়েছে। তবে আবহাওয়া এবং তুষার পরিমাণের কথা মাথায় রেখে, শুধুমাত্র জরুরী যানবাহন এবং স্থানীয় যানবাহনগুলিকে উপরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। বাকি কাউকেই উপরে যেতে দেওয়া হচ্ছে না”।