/anm-bengali/media/media_files/y0vKcR1HFuMBJCt8j5KU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোট নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে বিশেষ মন্তব্য করলেন তৃণমূল নেতা শান্তনু সেন।
/anm-bengali/media/media_files/1Tx6cfKPXOGgLgtmfmnQ.jpg)
তিনি বলেছেন, “এতক্ষণে এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি পুরোপুরি বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী। সন্দেশখালির মহিলাদের সম্মান ও সম্মান নিয়ে তারা যেভাবে খেলেছে, তাতে এটা স্পষ্ট হয়ে গেছে যে ছোটখাটো নির্বাচনী রাজনীতি করার জন্যও তারা মাত্র ২০০০ টাকা খরচ করে মহিলাদের মিথ্যা ধর্ষণের অভিযোগ দায়ের করতে বাধ্য করে।
/anm-bengali/media/media_files/loMo73SL76jBOioQX0DK.jpg)
তিনি আরও বলেন, “যে ভিডিও সামনে এসেছে তাতে তারই প্রমাণ মিলেছে। ভিডিওতে বিজেপি মণ্ডল সভাপতিকে একই কথা স্বীকার করতে দেখা গেছে। সুতরাং মানুষ বুঝতে পেরেছে যে ক্ষুদ্র ভোটের রাজনীতির জন্য তারা পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মান নিয়ে খেলেছে। সেই প্রতিবাদ শুধু এই পর্বেই নয়, আগামী তিন দফায় শুধু সন্দেশখালিতেই নয়, গোটা দেশে গোটা মহিলা সমাজ বিজেপিকে যোগ্য জবাব দেবে।”
#WATCH | Kolkata, West Bengal: TMC leader Santanu Sen says, "It has become clear to all by now that BJP is purely anti-Bengal and anti-Bengali. The way they have played with the prestige and respect of the women of Sandeshkhali, it has become clear that even for doing petty… pic.twitter.com/OEVN8KK0yR
— ANI (@ANI) May 13, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us