মাঝ আকাশে জ্বালানির সমস্যা ! বারাণসীতে জরুরি অবতরণ করলো কলকাতা থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর বিমান

হঠাৎ কেন এই ঘটনা ঘটলো ?

author-image
Debjit Biswas
New Update
Indigo 2000cd1a-427b-11ed-b0b0-fc99a9f59b01_1664733367367_1669995642906_1669995642906

নিজস্ব সংবাদদাতা : কলকাতা থেকে শ্রীনগরগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট নম্বর 6E6961) আজ মাঝ আকাশে জ্বালানি সংক্রান্ত সমস্যার কারণে, বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ (priority landing) করতে বাধ্য হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানটিতে ১৬৬ জন যাত্রী ছিলেন।

indigo flight edit .jpg

বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সমস্ত যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। বর্তমানে বিমানটির প্রযুক্তিগত ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে এবং মেরামতের কাজ চলছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্ম পুনরায় শুরু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট শীঘ্রই আসছে।