ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই মেঘে বিপত্তি ! কোচীর দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কেন হল ফ্লাইট বাতিল ?

author-image
Debjit Biswas
New Update
indigo

নিজস্ব সংবাদদাতা : ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হওয়া ছাই মেঘের জেরে আজ সোমবার কোচি বিমানবন্দর (Cochin International Airport)-এর দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (CIAL) জানিয়েছে, ফ্লাইটগুলি বাতিল করা হয়েছে মূলত আগ্নেয়গিরির ছাইয়ের কারণে আকাশপথের বিপজ্জনক পরিস্থিতি এড়াতে। বাতিল হওয়া ফ্লাইট দুটির মধ্যে একটি হলো ইন্ডিগোর ৬ই ১৪৭৫ (6E1475) কোচি-দুবাই (Dubai) গামী এবং অন্যটি হলো আকাশা এয়ারের কিউপি ৫৫০ (QP550) কোচি-জেদ্দা (Jeddah) গামী পরিষেবা।

volcano (1).jpg

 ইথিওপিয়ার হেইলি গুব্বি (Hayli Gubbi) আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ফলে এই ছাই মেঘ সৃষ্টি হয়েছে।