Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Ahd5vaNvLhJArPIvdvFz.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রাপ্তবয়স্ক হওয়ার পর সবাই চান নিজে রোজগার (Income) করে প্রতিষ্ঠিত হতে। তাই চাকরির আকালের সময়ে তাঁদের জন্য রয়েছে একটা ভালো খবর। সরকার 'মুখ্যমন্ত্রী স্ব-কর্মসংস্থান প্রকল্প' চালু করেছে। নিজের ব্যবসা শুরু করার জন্য পাবেন অনুদান। তবে বাংলা নয়, উত্তরপ্রদেশ রাজ্য সরকার (Uttar Pradesh Govt) বেশ কিছু পদক্ষেপ করছে এর জন্য। সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত অনুদান (Donation) পেতে পারেন। শিল্প খাতে সর্বাধিক ২৫ লক্ষ টাকা এবং পরিষেবা ক্ষেত্রে সর্বাধিক ১০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। https://msme.up.gov.in/ -এ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র-সহ আবেদন করুন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us