দুরন্ত বোলিং কেকেআর-এর ! ১০৩ রানেই গুটিয়ে গেল ধোনির সিএসকে

জেনে নিন খেলার লাইভ আপডেট।

author-image
Debjit Biswas
New Update
kkr

নিজস্ব সংবাদদাতা : আজ আইপিএল ২০২৫-এর ২৫তম ম্যাচে কেকেআর-এর মুখোমুখি সিএসকে। আজকের ম্যাচে প্রথমে বল করতে নেমে এক দুরন্ত বোলিং করলেন কেকেআর-এর বোলাররা। তাদের বোলিং দাপটে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় ধোনির সিএসকে।

uk5g66ug_ms-dhoni-csk-bcciipl_625x300_17_October_21-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg

সুনীল নারিন ৩টি, এবং হরষিত রানা ও বরুন চক্রবর্তী যথাক্রমে ২টি করে উইকেট পেয়েছেন। জেতার জন্য কেকেআর-এর প্রয়োজন ১০৪ রান।