“আইন ভাঙার হুমকি?”—তেজস্বী যাদবকে কড়া ভাষায় আক্রমণ কিরণ রিজিজুর!

তেজস্বী যাদবকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু।

author-image
Tamalika Chakraborty
New Update
kiran rijju ediited.jpg

নিজস্ব সংবাদদাতা: রাজনীতির উত্তাপে উত্তপ্ত হয়ে উঠেছে Waqf (Amendment) Act, 2025-কে ঘিরে। কিরণ রিজিজু, কেন্দ্রীয় পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী হিসেবে, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র নেতা তেজস্বী যাদব-এর ওই আইন বাতিলের শপথ-বক্তব্যের উপর তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। রিজিজু বলেন, “সংসদে পাস হওয়া বিল যদি পার্থক্যভাবে প্রয়োগ করা যায়, তাহলে রাজ্য সরকার কেন আইন ভঙ্গ করবে? তিনি যিনি মুখ্যমন্ত্রীপ্রার্থী বলছেন, তিনি কি রাজ্যের সরকারের ক্ষমতা বোঝেন না? সংবিধানে কী লেখা আছে সেখানেও কি ধারণা নেই? তাহলে কীভাবে রাজ্য চালাবেন?” এই প্রশ্নবাণে রিজিজু আরও বলেন, “দেশ ও সংবিধান হাসির খোরাক হতে দেওয়া চলবে না। বিহারের মানুষ দেখছে—আপনি এমন কথা বলতেই পারবেন না।” 

fcr7cn5c_tejashwi-yadav-ani_640x480_05_March_23