/anm-bengali/media/media_files/u3Wc6Y6VetcUWbvqfc3q.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : চিনে এশিয়ান গেমসের শুরু থেকেই পদপ্রাপ্তি ভারতের। ঝুলি বেশ কিছুটা ভারী হলেও আরো অনেকটাই ভারী হবে বলে আশাবাদী ভারতীয়রা। এবার ভারতের সাফল্যে গর্বিত বোধ করে ট্যুইট করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। তিনি পোস্টে লেখেন, ভারত যেভাবে একের পর এক পদকপ্রাপ্তি দিয়ে এশিয়ান গেমসে তার যাত্রা শুরু করেছে তা অসাধারণ। খার্গে বলেন, ''আমরা আমাদের সুপারস্টারদের জন্য অত্যন্ত গর্বিত, যারা এখনও পর্যন্ত জাতির জন্য বেশ কয়েকটি খ্যাতি এনেছেন।''
লম্বা চওড়া পোস্টে খার্গে আরো লিখেছেন, ''১০ মিটার এয়ার রাইফেল পুরুষদের দল থেকে আমাদের দুর্দান্ত শ্যুটার - রুদ্রাঙ্ক পাতিল, দিব্যাংশ পানওয়ার এবং ঐশ্বরী প্রতাপ তোমর যারা সোনা জিতেছেন, বা আমাদের মহিলা ক্রিকেট দল হোন, যারা তাদের অভিষেকে সোনা জয় করে ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছেন, আমাদের ক্রীড়াবিদরা অভূতপূর্ব প্রতিভা দেখিয়েছেন।আমাদের রোয়িং দল এবং তারকারা দুর্দান্ত শক্তি প্রদর্শন করেছে এবং গেমগুলিতে তরঙ্গ তৈরি করেছে। এটি একটি অত্যন্ত আশাব্যঞ্জক শুরু।র্যাপিড-ফায়ার পিস্তল ইভেন্টে মহিলা শ্যুটিং দল এবং পুরুষদের দল উভয়ই অপরিমেয় নিষ্ঠা ও সাবলীলতা প্রদর্শন করেছে।
আমরা ফলাফল নিয়ে উচ্ছ্বসিত এবং দৃঢ়ভাবে খুশি, এবং তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, তাদের সামনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।'' আগামী দিনগুলিতে এই অসামান্য অর্জনগুলি যেন ভারত অব্যাহত থাকে সেই কামনা করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। শেষে লিখেছেন, জয় হিন্দ।
India has begun its #AsianGames run with a remarkable medal haul.🇮🇳
— Mallikarjun Kharge (@kharge) September 26, 2023
We are extremely proud of our incredible superstars, who have brought in several laurels to the nation, till now.
Be it our terrific shooters from the 10m Air Rifle Men's Team - Rudrankksh Patil, Divyansh… pic.twitter.com/xj9nFAiH5F
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us