কানাডায় জামিনে মুক্ত খালিস্তানি জঙ্গি, দিল্লিকে খালিস্তান করার হুমকি!

দিল্লিকে খালিস্তান করার সরাসরি হুমকি দিলেন খালিস্তানি জঙ্গি।

author-image
Tamalika Chakraborty
New Update
khalistani terrorist


নিজস্ব সংবাদদাতা: খালিস্তানি জঙ্গি ইন্দরজিৎ সিং গোসলকে কানাডায় গ্রেফতারের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্টারিওর সেন্ট্রাল ইস্ট কারেকশনাল সেন্টার থেকে বেরোনোর পরই তিনি খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুর পাশে দাঁড়িয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সরাসরি হুমকি দেন।

গোসল এক ভিডিও বার্তায় বলেন— “আমি গুরপতওয়ান্ত সিং পান্নুর পাশে আছি। ২০২৫ সালের ২৩ নভেম্বর আমরা খালিস্তান গণভোট আয়োজন করব। দিল্লি হবে খালিস্তান।”

khalistani qq

শুধু তাই নয়, নিষিদ্ধ সংগঠন সিকস ফর জাস্টিস (SFJ)-এর নেতা পান্নুও ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন— “অজিত ডোভাল, যদি সাহস থাকে তাহলে কানাডা, আমেরিকা বা ইউরোপে এসো। আমাকে গ্রেফতার বা প্রত্যর্পণ করার চেষ্টা করো। আমি অপেক্ষা করছি।”

এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের জন্য এটি বড় নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।